অভীষ্টফল ও মোক্ষ প্রদানকারী শ্রাবণ মাস
অস্মিন্মাসে চৈকদিনং বো বন্ধ্যং ব্রততো নযেৎ।
স যাতি নরকং ঘোরং যাবদাভূতসম্প্লবম্ ॥১৬॥
যথাযং মে প্রিযো মাসস্তথা কিঞ্চিন্ন মে প্রিয়ম্।
কামিনঃ ফলদশ্চাযং নিষ্কামস্য তু মোক্ষদঃ ॥১৭॥
[তথ্যসূত্র : স্কন্দমহাপুরাণ/শ্রাবণমাস মাহাত্ম্যখণ্ড/২য় অধ্যায়/১৬-১৭ নং শ্লোক]
অর্থ —
যে মনুষ্য শ্রাবণ মাসে একদিনও ব্রত হিসেবে পালন না করে কাটায় , তিনি মহাপ্রলয় পর্যন্ত নরকে বাস করেন।
এই মাস আমার যতটা প্রিয়, ততটা প্রিয় আর কোনো মাস নেই। এই মাস সকাম ভক্তদের অভীষ্টফল প্রদান ও নিষ্কাম ভক্তদের মোক্ষ প্রদান করবার মাস।
সংগ্ৰহে ও লেখনীতে - নমিতা রায় দেবীজী
🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন